
ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকাল ১১ টায় হঠাৎ একটি লাশ পানিতে ভাসতে দেখা যায়। এ খবর শুনে শত শত মানুষ দেখতে আসে। কিন্তু লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।