শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

শাহ ইমরান (জেলা প্রতিনিধি) কুমিল্লা : বুধবার (২/৮/২৩) বেলা ১২টায় কুমিল্লা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ের রাখার লক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক বলেন,ব্যবসায়ী হচ্ছে একটা রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি। যে কোন সমস্যা একে অপরের কে সহযোগিতা করবেন। অর্থনীতি একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। আমরা সবাই ভোক্তা, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে দ্রব্যমূল্য সহনশীল রাখব। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেলে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ হবে। অন্তত তাদের জীবনমানটা যাতে আমরা ঠিক রাখতে পারি। আশা করব আপনারা সে সহযোগীতাটুকু রাখবেন।

উক্ত মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মু:মুশফিকুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, ভোক্তা অধিকারের পরিচালক আসাদুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তর কুমিল্লার সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ জাকারিয়া,কুমিল্লা ব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যা খোকন, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশন এর সভপতি আলী আশ্রাফ সওদাগর, রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি তফাজ্জল হোসেন ইদু,রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছালেক, বাদশা মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাসেত, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিম, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল আহম্মেদ ও রেস্তোর মালিক সমিতি প্রমুখ।   

মতবিনিময় শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ