
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের কোদালকাঠি গ্রামে রোববার ১৪ বছর বয়সী শিশু মোস্তাহিনার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ধর্ষণে অভিযুক্ত মোসলেম উদ্দিনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
জানা গেছে, মোসলেম উদ্দিন গত এক বছর ধরে মোস্তাহিনাকে ধর্ষণ করে আসছিল। এই নির্যাতন থেকে বাঁচতে মোস্তাহিনা কিছুদিন আগে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে এবং গত ৫ জুলাই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোস্তাহিনাকে ধর্ষণের অভিযোগে গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা (নং-১৮) দায়ের করা হয়েছিল। মোস্তাহিনা জীবিত থাকাকালীনই বোচাগঞ্জ থানা পুলিশ মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। আসামি বর্তমানে জেলেই রয়েছে।
পুলিশের পক্ষে ওসি জাহিদ হাসান সরকার ও সেকেন্ড অফিসার ওয়াসিম এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই মঙ্গল।