উত্তম দাস, খুলনা: ধ্রুব সংস্থা’র আয়োজনে শিশু শিক্ষা প্রকল্পের’ ধ্রুব স্কুল বাড়ি’ তে ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
যশোর জেলার কেশবপুর উপজেলাধীন কোমোরপোল গ্রামে ধ্রুব স্কুল বাড়ি তে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত, গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্তু হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তারাও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন এই শীতবস্ত্র বিতরণে।
এই শীতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে তাদের অভিভাবক উপস্থিত ছিলেন এবং শতাধিক মানুষের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাথে সাথে কোমতি শিশুদের হাতে ভালোবাসার উপহার হিসেবে এক প্যাকেট নাস্তা ও প্রদান করা হয়।
ছাত্র-ছাত্রীদের অভিভাবক মতামত প্রকাশ করেন এভাবে যে , তাদের মতো এই প্রত্যন্ত এলাকায় খুব কম লোকই আসেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তারা ব্যাংক কর্মকর্তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ধ্রুব সংস্থার প্রতিষ্ঠাতা অধ্যাপক উত্তম দাস।