
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ডে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের নতুন সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদল সভাপতি সুশান্ত কুমার শান্ত ও সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ মিলন নির্বাচিত হন। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা শাখার কাছে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।পাশাপাশি সংগঠনে অনুপ্রবেশ ও আওয়ামী পূনর্বাসন ঠেকাতে সজাগ থাকার আহবান জানানো হয়।
সম্মেলনপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদল আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা শাখার সদস্য সচিব এনামুল হক সুমন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশ উৎসবমুখর হয়ে ওঠে।