
মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ভূমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভূমি মেলা। ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ২৫-২৭মে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়।
এর আগে গত রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্ত্বরে মেলাটির উদ্বোধন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
❝নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি❞ এই স্লোগানকে ধারণ করে এসময় উপজেলা প্রশাসনকে নিয়ে জনসচেতনতামূলক সভা ও শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলার নাগরিকদের মাঝে ভূমি মেলার বার্তা পৌঁছে দিতে ও ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যাপারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন উপজেলা ভূমি অফিস।পরবর্তীতে সেবা বুথ স্থাপন ও শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য আয়োজন ও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু,সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার,থানার ওসি মোজাহারুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান,৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস,প্রানীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজিউল হক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য,ভূমি অফিসের সার্ভেয়ার জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।