মেহেদী হাসান, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নের বামনগ্রামে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার বিকেলে বামনগ্রাম বুদ্ধিজীবী মিনার চত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দীগ্রাম উপজেলা পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রোহান সরকার,থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য,উপজেলা প্রানীসম্পদ অফিসার(লাইভস্টক) কল্পনা রায়,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা,উপজেলা জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ ৩নং ভাটরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সকল ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মহোদয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান উল্লেখপূর্বক ইতিহাসের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বুদ্ধিবৃত্তিক শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।