বৃহস্পতিবার, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই : সাবেক এমপি বাদল


নবীনগর প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল তার নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।

শনিবার দুপুরে উপজেলার পূর্বাঞ্চলের ৬ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফয়জুর রহমান বাদলের পক্ষে এই নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে সকাল থেকেই ঢোল ও বাদ্য যন্ত্রের তালে তালে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে খন্ড খন্ড মিছিলে মিছিলে নির্ধারিত সময়ের আগেই কাণায় কাণায় পূূণ হয়ে পুরো গণসংযোগ ও প্রচারণার স্থল জনসমুদ্রে রুপ নেয়।

বেলা ১২ টার দিকে মঞ্চে আসন গ্রহণ করেন সকল অতিথিরা এবং তাদের স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এসময় নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুর রহমান বলেন বিভিন্ন কারণে গত নির্বাচনটি আমি করতে পারিনি। তাই নবীনগরকে নিয়ে আমার সবগুলো পরিকল্পনা এবং আমার হাতে নেয়া যাবতীয় উন্নয়ন কাজগুলো শেষ করে যেতে পারিনি।

তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীনগরবাসির ভালোবাসা ও দোয়ায় এবং আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যার স্নেহধন্য হিসেবে আবারও নবীনগর আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে, আমি আপনাদের সকলের সহযোগিতায় আমার বিগত দিনের অসমাপ্ত সবগুলো কাজ সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে সমাপ্ত করতে চাই। আমি চাই, আগামি দিনে সবার আন্তরিকতাপূর্ণ সহযোগিতা ও সুপরামর্শে নবীনগরকে সত্যিকার অর্থে সারাদেশের মধ্যে একটি অনুকরণীয় উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে। যা দেখে অন্যরাও অনুপ্রাণিত হবেন।

ফয়জুর রহমান বাদল আরো বলেন, আমি কখনও কোনদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং আমৃত্যু কখনও কোন ধরণের অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেবো না।

অন্যায়কারী কিংবা জুলুমবাজ দলীয় কিংবা ব্যক্তিজীবনে আমার যতই কাছের লোক হোক না কেন, এরা অন্যায় করে আমার কাছে কোনদিনও রেহাই পাবেনা । আমি অতিতেও বলেছি আমি ব্যাক্তিগত ভাবে কাউকে বেশি ভালোবাসতে পারি কিন্তু যদি বিচারের প্রশ্ন আসে আমি কাউকে বেশি ভালোবাসি বা কাউকে কম ভালোবাসি সেটা বিচার করবো না,অতিতেও দেখেছেন সেগুলো বিচার করেনি।আমি এমপি থাকা অবস্থায় ইউএনও অফিস,থানা অফিস নিরপেক্ষ ভাবে কাজ করেছে।চেয়ারম্যানরা ন্যায্যবিচার করতে বাধ্য করেছি,আমি তাদের অনুরোধ করেছি।আমি তাদের প্রয়োজনে শ্বাসন করেছি।

এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সবার দোয়া ও সহযোগীতা কামনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক খাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সামছ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি এনাম ও জিএস রুহুল আমিন। এছাড়াও স্থানীয় বিভিন্নন ইউনিয়ন ও ওয়ার্ডের আরো বহু নেতাকর্মীরা এসময় বক্তব্য রাখেন।

এসময় সকল বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলকে দলীয় মনোনয়ন দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহব্বান জানান।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও ফয়জুর রহমান বাদলের মঙ্গল কামনার্থে মিলাদ শেষে মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *