
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫( নবীনগর) আসনের এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর নিজ অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সলিমগঞ্জ-শ্যামগ্রাম সড়ক সংস্কার কাজ সম্পন্নহয়েছে। এতে করে উপজেলার কয়েক লক্ষ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ভাগ্য বদল হবে। এলাকাবাসীর যাতায়াতে দুর্দশা লাঘবে সলিমগঞ্জ টু শ্যামগ্রাম সড়কের বগাহানি, কড়িনাল, কুলাসিং, থোল্লাকান্দি তালতলা, বাড়াইল’সহ বেশ কিছু স্থানে প্রায় ৭ কিলোমিটার পাকা সড়কটি মৃত্যুর কূপে পরিণত হয়েছিলো। এর ফলে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন প্রতিনিয়ত। সড়কের পুরো অংশেই তৈরী হয়েছে ছোট বড় অসংখ্যা খানাখন্দ। ফলে প্রায় সময়ই দুর্ঘটনার কবলে পরেছে ওই সড়কে চলাচলকারীরা।
এসব বিষয় চিন্তা করে সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপির নিজ অর্থায়নে সড়কের খানাখন্দ ইটের খোয়া দিয়ে ভরাট ও কার্পেটিং করায় সাধারণ পথচারীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এবিষয়ে নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ এই সড়কটি
সংস্কারের অভাবে কষ্ট করে আসছেন। আসলে সড়কটি উন্নয়ন কাজ অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। সড়কটি ১৩কোটি ৬ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ১৮ ফিট প্রশস্ত করন’সহ উন্নয়ন কাজ করা হবে। এই কারণে কাজটি ঝুলে আছে। আমি অতিদ্রুত এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে অচিরেই সড়ক উন্নয়ন কাজ করার ব্যবস্থা নেব। সলিমগঞ্জ-শ্যামগ্রাম এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে সড়ক দিয়ে চলাচল করতে পারে তার জন্য আমার ব্যক্তিগত অর্থ দিয়েই সড়কটি প্রাথমিক সংস্কার করিয়েছি।