রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে কাইতলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শাহীন রেজা টিটু: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাইতলা বিএনপির কর্মী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার কার্যসম্পাদন করা হবে, তিনি আরো বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে তার পার্লামেন্টের সকল সদস্য নেতাকর্মীরা ও তার দুসরা দেশ ছেড়ে পালাতে পারিনি যারা দেশে আছে তাদেরও বিচার করা হবে। তাদের কে ও কোন পর্যায়ে ছাড় দেয়া হবে না।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী নাজমুল করিম,মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফ হোসেন রাজু, হাজী আবু কাউছার, কাইতলা দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুবহে সাদেক, এইচএম আবুল বাশার, আহসান উদ্দিন খান শিপন, এডভোকেট ফখরুদ্দিন খান, শরিফুল ইসলাম স্বপন, মোঃ কামাল হোসেন সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *