শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

মো. জসিম উদ্দিন, নবীনগর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন(ইপসা)কর্তৃক তৃতীয় প্রকল্প বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতকে সক্রিয় করে প্রান্তিক জনগণকে সঠিক সেবা প্রদানের জন্য তথ্য ভিত্তিক আলোচনা সভা ও তদ্বসংক্রান্ত ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায়  সোমবার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কমিউনিটি সভা ও সেই সংক্রান্ত ভিডিও প্রদর্শনী করা হয়।
অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যায় আদালতে এই স্লোগানে উপজেলার প্রতিটি ইউনিয়নের অংশ হিসেবে ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়।

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনডিপির নবীনগর উপজেলার সমন্বয়কারী ওবায়দুল হক সৌরভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব আবু জামাল,ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সবুজ,ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,ইউপি সদস্য খালেদা আক্তার কল্পনা,রবিউল আউয়াল রবি,পুরোহিত নিখার রঞ্জন দাস প্রমূখ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বক্তারা,সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে,বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য,প্রান্তিক পর্যায়ে ছোট খাটো অপরাধ দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *