খাইরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর): ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া নামক স্থানে মোটরসাইকেল চালিয়ে টিকটক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় রাফি (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়।
রাফি মাহমুদ নবীনগর পৌরসভার ০১ নং ওয়ার্ড আলমনগর গ্রামের বাসিন্দা শামসুল হক (৬০) এর দ্বিতীয় সন্তান। রাফি নবীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র । দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে রায়হান ইসলাম রাসেল মালয়েশিয়া প্রবাসী ।
জানা যায়, শখের বসে বন্ধুদেরকে নিয়ে টিকটকের জন্য ভিডিও করতে যায় কনিকাড়া ব্রীজের পূর্ব দিকে। এক প্রান্ত থেকে রাফি মোটরসাইকেল চালিয়ে আসছিল আর অপর প্রান্তে তার বন্ধু মোবাইল হাতে নিয়ে ভিডিও করেছিল। ঠিক তখনই রাফি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়া নিরাপত্তা বেষ্টনী উপর গাড়ি নিয়ে ঢুকে যায়। মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে যায় ও রাফি গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য কুমিল্লাতে নেয়ার সময় পথিমধ্যে রাফির মৃত্যু হয়।
এই তরুণের মৃত্যুতে পরিবারেও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।