রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্মাণাধীন ঘরের চাল থেকে পড়ে তাঁতী দল নেতার মৃত্যু

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে নির্মাণাধীন মুরগির খামারের চাল থেকে পড়ে বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দলের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই নেতার নাম আবদুস সালাম (৬৫)। আজ বুধবার দুপুরে পারিবারিক কবরস্থান তাঁকে দাফন করা হয়েছে।
মারা যাওয়া আবদুস সালাম হাকিমপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাউতারা গ্রামের অলিম উদ্দিনের ছেলে। পেশায় কাঠমিস্ত্রি আবদুস সালাম বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দলের উপজেলা শাখার সহসভাপতি ছিলেন। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আবদুস সালামের শ্যালক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর ভগ্নিপতি পাশের গ্রাম ছাতনী বিলপাড়া এলাকায় স্থানীয় দেলোয়ার হোসেনের মুরগির খামার নির্মাণের কাজ করছিলেন। খামারের ওপরে কাঠের ফ্রেম লাগানোর সময় তিনি পা পিছলে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক আবদুস সালামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাকিমপুর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘মুরগির খামারের ঘর নির্মাণের সময় চাল থেকে পড়ে আবদুস সালাম নামের একজনের নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *