মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নেত্রকোনা শহরের পৌর ৭ নম্বর ওয়ার্ডের এলাহী নেওয়াজ রোডে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খান শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি রাজু আহমেদ এবং বিএনপি নেতা অ্যাডভোকেট রুকন উদ্দিন।
কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সৈয়দ সময়, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাবেক পৌর কাউন্সিলর মালা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুল হক বলেন, ‘সমাজের প্রত্যেক স্বচ্ছল ব্যক্তির উচিত অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানো।’
কম্বল দাতা সালেহ আহমেদ খান শামীম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রতিবেশী ভাই-বোনদের যেকোনো বিপদে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।