মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল, সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন 

মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা আওয়ামী লীগের সভাপতি আমিরুল, সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন 

অ্যাডভোকেট আমিরুল ইসলামকে সভাপতি ও শামসুর রহমান ওরফে ভিপি লিটনকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে জেলা আওয়ামী লীগের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তিনি আগামী তিন বছরের জন্য নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

দুপুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার ও রেমন্ড আরেং।

সম্মেলন পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ