
মো. মহসিন মৃধা স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে প্রান্তিক নারীদের দৃষ্টির সুরক্ষায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধার সহযোগিতায় শনিবার পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও পিডিও’র যৌথ উদ্যোগে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট হাসপাতালের ব্যবস্থাপনায় ক্রোকমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
ক্যাম্পে আগত ৪০০ জন সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, প্রয়োজনুপাতে পরিক্ষা নিরিক্ষা, দরিদ্র ২০০জনকে ঔষধ ও ১৫০জনকে পাওয়ার যুক্ত চশমা বিতরণ করা হয়েছে।
এছাড়াও ৫০জন চোখে ছানী পড়া রোগী যাচাই বাছাই করা হয়েছে। যাদের ইস্পাহানী হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোগসহ অপারেশনের বরিশাল নিয়ে যাওয়া হবে।
পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা, ইউপি সদস্য বশির মৃধা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন মৃধা, ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
###