যায়যায়কাল ডেস্ক: অভিষেক বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘খুব শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে “আমেরিকা উপসাগর” রাখব।’
পানামা খালের নিয়ন্ত্রণ পানামার কাছে দেওয়ার সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে অভিহিত করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘এমন বোকার মতো উপহার কখনোই দেওয়া উচিত না। তারা (পানামা) আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে।’
এই খাল দিয়ে চলাচল করা মার্কিন সামরিক-বেসামরিক সব জাহাজের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
‘এখন চীন পানামা খাল পরিচালনা করছে। আমরা চীনকে এই খাল দেইনি, পানামাকে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা এটি আবার ফেরত নেবো।’
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানোর ও মঙ্গল গ্রহে মার্কিন নভোচারী পাঠানোর ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আবার নিজেকে একটি বর্ধমান জাতি হিসেবে দেখতে পাবে। আমাদের সম্পদ ও সীমানা বাড়াতে হবে।’
এর আগে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণ ও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
অভিষেক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা মহাবিশ্বে আমাদের ভাগ্য অনুসরণ করব। মঙ্গল গ্রহে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করব।’
এই ঘোষণার পর হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।