
মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল।
সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে নবাগতদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে স্বাগত জানানো হয়। ছাত্রদলের এই ব্যতিক্রমী আয়োজনে কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি, কলেজ ছাত্রদলের সভাপতি রাফি সিকদার মুন্না, সাধারণ সম্পাদক রনিসহ জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা বলেন, “নতুন শিক্ষার্থীরা যেন শিক্ষাজীবনের শুরু থেকেই গণতান্ত্রিক চেতনা, অধিকার সচেতনতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”
নবীন শিক্ষার্থীদের অনেকেই জানান, ছাত্রদলের এই আন্তরিক ও সম্মানজনক বরণ অনুষ্ঠান তাদের মুগ্ধ করেছে। প্রথম দিনেই এমন ভালোবাসা ও সম্মান পেয়ে তারা অভিভূত।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করা হবে, যাতে নতুন শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি সচেতন নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারে।