
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা ১ মহিলার মস্তিক বিহীন গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামে। এ গ্রামের ছানা উল্লার পুত্র সাহারুল মিয়ার সিম খেতে গতরাতে কে বা কারা অজ্ঞাত নামা গলাকাটা মস্ত বিহীন এক মহিলার লাশ ফেলে চলে গেছে। এলাকাবাসী জানান, গত শুক্রবার সকালে এলাকাবাসী অজ্ঞাত নামা মস্তকবিহীন এই মহিলার লাশ দেখে থানায় সংবাদ দিলে, পুলিশ ঘটনাস্থল তদন্ত করে লাশ থানায় নিয়ে আসে। বিষয়টি এলাকাবাসীর মাঝে চঞ্চল্য সৃষ্টি করেছে। পরে জানা যায়, জানা যায় উক্ত গলাকাটা মহিলাটির নাম দেলোয়ারা খাতুন, বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামে তার পিতার নাম রবিউল ইসলাম।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, গলাকাটা মেয়েটির পরিচয় সনাক্ত করা হয়েছে। লাশ থানায় রয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।