শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে জুলাই-আগষ্ট শহিদের স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্টিত

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ২০২৪ এর গণঅভ্যুথানে জুলাই-আগষ্ট আহত ও শহিদের স্মরনে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। গত সপ্তাহ থেকে সারাদিন ব্যাপি জাগ্রত ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন।

উপজেলার রায়তি সাদুল্লাপুর,পার্বতীপুর ও ভীমশহরসহ প্রত্যেকটি বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ব্লাড নির্নয় করবে। তরুণ উদ্যোক্তা জাগ্রত স্বপন বলেন, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে রক্তদানের প্রয়োজনীয়তা ও রক্ত গ্রুপ জানা বিষয়ে।

আয়োজকারী তাকিয়া জাহান চৌধুরী জানান, “এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে চাই, যাতে তারা শহীদদের আদর্শকে ধারণ করে মানবসেবায় এগিয়ে আসে।”

এ ক্যাম্পেইটি পরিচালনা করছেন,স্বপন,লুবনা খাতুন, মোয়াজ্জেম,শিলা খাতুন ও শেখ সাদি। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ছাত্র/ছাত্রীরা জানান, তারা প্রথমবারের মতো তাদের রক্তের গ্রুপ জানতে পারলেন এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী।

সারা দেশব্যাপী এমন জনকল্যাণমূলক উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ