শাহ্ সোহানুর রহমান, পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর সরকারি কলেজ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বানেশ্বর কলেজে পুঠিয়া ছাত্রদলের আহবায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সে সময় তিনি বানেশ্বর কলেজের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন সেই সাথে রাষ্ট্রকাঠামো মেরামত, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীদের জন্য সুশিক্ষা,গবেষণা, আধুনিক সুযোগ সুবিধা প্রদান ও উন্নত আবাসন- মানসম্মত ডাইনিং এর ব্যবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ধারার ছাত্র রাজনীতির বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেন।
সে সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির রায়হন , রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সামিম সরকার, ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন, রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক আকবর হোসেন জাকি, ছাত্রদল সদস্য সচিব সৌরভ, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবর বুলেট, জেলা যুগ্ম আহবায়ক অন্তর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল।
মতবিনিময় সভা শেষে নেতৃকর্মীদের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কলেজের পশ্চিম প্রাঙ্গনে আমগাছ ও জলপাই গাছ রোপন করেন।
এছাড়া বানেশ্বর কলেজ ছাত্রদলের কর্মী রাজু আহমেদ সিজার, সুমন, সাজ্জাদ হোসেন, শিমুল ইসলাম, সোহানুর রহমান সোহান, সাব্বির হোসেন, সুমিত সরকার, নুসরাত জাহান বর্ষা, সম্পা খাতুন, মায়া খাতুনসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।