
এম, নুরুল আলম সরকার (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।
ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কল্যাণ সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু কাউছার, সদস্য সিরাজুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ কাজল, শাহীদুল ইসলাম, গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক এম নুরুল আলম সরকার সহ নেতৃবৃন্দ।
বক্তব্যের শেষে প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।