
কামরুল হাসান, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের তিনদিন পর আহত আব্দুল বারেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । এই ঘটনায় আহত সোহেল নামে (২০) এক যুবক চিকিৎসাধীন।
রোববার সকাল সাড়ে নয়টায় দাঁতমারা ইউপির ইসলামপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। আজ বুধবার ভোর চারটায় চমেকে তিনি মারা যান। আব্দুল বারেক (৭০) ও সোহেল (২০) নিচিন্তা ৩ নং ওয়ার্ড হারুন মার্কেট এলাকার বাসিন্দা।
জানা যায়, রোববার সকালে হেয়াকো বাজার থেকে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফেরার পথে আব্দুল বারেক ও সোহেল মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ইসলামপুর নামক স্থানে। এই ঘটনায় দুইজনই মারাত্মক আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আব্দুল বারেক (৭০) বুধবার ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। অন্যদিকে আহত সোহেল এখনো চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ জানান , সড়ক দুর্ঘটনায় আমার ওয়ার্ডের বৃদ্ধ আব্দুল বারেক মারা গিয়েছেন বলে শুনেছি।