![](https://jaijaikal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসারের সভা কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহবুব হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মুনজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার ওসি তদন্ত জামাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, বিএনপি’র সদস্য সচিব আব্দুল হাকিম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা আমীর মাও আবু তালেব। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভাপতি মাহবুব হাসান বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজে আমাদের কে অবশ্যই পবিত্রতার সাথে করতে হবে।