
ইসমাইল হোসেন, ফাঁসিয়াখালী (কক্সবাজার) : ফাঁসিয়াখালী রেঞ্জ, কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠান।
গতকাল সোমবার ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৮০০০ বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ এর সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম।
এসময় প্রত্যেককে একটি করে বৈলাম, বুদ্ধ নারকেল, লোহাকাঠসহ বিপন্ন প্রজাতির চারা রোপন করেন। এবং যাদের বাড়িতে খালি জায়গা রয়েছে তাদের মধ্যেও চারা বিতরণ ও বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।