শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় নির্যাতিত সাংবাদিকদের সংবর্ধনা

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে মামলা-হামলায় নির্যাতিত ও বৈষম্যের শিকার হওয়া চার সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইদিন অনলাইন গণমাধ্যম কর্মীদের নিয়ে সমন্বয় বৈঠক করা হয়।

সংবর্ধিতরা হলেন- সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু (দৈনিক ইনকিলাব), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মির্জা সেলিম রেজা (মুক্তবার্তা), বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার (প্রাইভেট ডিটেকটিভ) এবং ডিজিটাল নিরাপত্তা আইনের একাধিক মামলাসহ হামলায় নির্যাতিত নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া (দৈনিক ভোরের ডাক)।

গতকাল বগুড়ার সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের ব্যানারে পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রহিদুর রহমান মিলন। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি মাহবুবুল আলম তুপুল, লাল মাহমুদ, পাবলিক লাইব্রেরি ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (জুলাই কেন্দ্র ঘোষিত) সমন্বয়ক নাজমুল হাসান নেহাল, সময়ের কাগজ জেলা প্রতিনিধি এমদাদুল হক, দৈনিক কালবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মনজু, সাংবাদিক সাফায়াত সজল, রসুল খন্দকার সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণমাধ্যম ও প্রেসক্লাব বৈষম্যমুক্ত করতে হবে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ থাকুন। মিথ্যা মামলায় সাংবাদিক হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *