
কবির হোসেন, টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেন, এ দেশের মানুষ দীর্ঘ ১৭টি বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে যার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সম্পদ দিয়ে পার্শ্ববর্তী দেশকে সাহায্য সহযোগিতা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, আমি অন্যায়ের কাছে মাথানত করিনি। ভারতের দালালি করিনি। ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের জালে লিপ্ত হয়নি। বর্তমানে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে শুধু ছাত্ররা জীবন দেয়নি। রিকশাওয়ালা, শ্রমিক, এ দেশের খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা প্রাণ দিয়েছে কি কারণে দিয়েছে? এ দেশের মানুষের ভোটাধিকারের জন্য দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে।
তিনি বলেন, আমি জেল খানায় বসে আপনাদের কথা অনেক ভেবেছি, স্মরণ করেছি। কোনদিন আপনাদের সঙ্গে দেখা হবে কি না চিন্তা করেছি। আমি জেলখানায় কষ্ট করেছি আর আপনারাই বাইরে থেকেই সে কষ্ট ভোগ করেছেন। আমার জন্য আপনারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছেন এ জন্য আল্লাহর রহমতে মুক্তি পেয়েছি। মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছি। কোনদিন অন্যায় করিনি আর অন্যায়ের কাছে মাথানত করিনি।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে থাকলে আপনাদের সামনে আসতে পারতাম না। এভাবে বক্তব্য দিতে পারতাম না। যতদিন বেঁচে থাকব সাধারণ মানুষের পাশে থাকব, মানুষের সেবা করব। আপনারা অন্যায়ভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন করবেন না। সততার সঙ্গে ব্যবসা করবেন। অন্যায় করা যাবে না দুর্নীতি করা যাবে না। নিজেদের মধ্যে দলাদলি ভালো না। ভালো কিছু বয়ে আনবে না।
নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।