শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সীমান্ত ও দেশের অভ্যান্তরীন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পূর্ণ প্রস্তুত রয়েছে : কুমিল্লায় বিজিবির মহাপরিচালক

শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি কুমিল্লা সীমান্ত এলাকা বিবিরবাজার বিজিবি চেকপোষ্ট পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৩১/৮/২৩) বেলা সাড়ে ১২টায় বিজিবি’র মহাপরিচালক কুমিল্লার বিবিরবাজার আইসিপিতে পৌঁছালে বিএসএফ গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিজিবি মহাপরিচালক সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির ব্রিগে: জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিবিজিএম- রিজিয়ন কমান্ডার সরাইল কর্ণেল মো: শরিফুল ইসলাম মেরাজ, এ এফডব্লিউসি, পিএসসি, কুমিল্লা সেক্টর কমান্ডার, কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএসসি সিগন্যাল ও কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। বিজিবি ও বিএসএফ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিফিংয়ে (বিজিবি)র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, সামনে নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তসহ অবৈধ অস্ত্র রোধে বিজিবি প্রস্তুতি নিয়েছে। সেই সাথে মাদক দ্রব্য যেন সীমান্ত পার হয়ে প্রবেশ না করতে পারে সেজন্য বিজিবি চেষ্টা অবহ্যত রয়েছে। বিবিরবাজার স্থলবন্দরের বিজিবির চেকপোষ্টের উন্নয়ন কাজ চলছে একই সাথে সৌজন্য স্বাক্ষাত হলো বিএসএফ-এর সাথে।
এর আগে বিজিবি’র কুমিল্লা সেক্টর দপ্তর ও কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। তিনি বিজিবি’র কুমিল্লা সেক্টরের সকল পর্যায়ের অফিসার ও সৈনিকদের সাথে মতবিনিময় করে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীমসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ