
সুদীপ দেবনাথ (রিমন সূর্য) ২৪/০৬/২৩ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকা সময় আওয়ামীলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বঙ্গবন্ধু স্কয়ার প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামীলীগ এর আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনে, নির্বাচন কশিনের উপরে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না বলে বন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এমপি। ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২০০৬ সালে তত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে বি এন পি। তা্ই আগামী দিনে তত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই। আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান সংবিধান অনুযায়ী। বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তমপ্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি । তিনি বলেন আওয়ামীলীগ অসম্প্রাদায়িক রাজনৈতিক দল, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি নিবার্চন করব কি, করব না, তার সিদ্বান্তে দেবেন আপনারা আর আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা ব্রাহ্মণবাড়িয়াকে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করেছি। মুত্তিযোদ্ধের চেতনা বিরোধি,জাতীয় সংগীত বিরোধী কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাইনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ,সাবেক মেয়র হেলাল উদ্দিন,সহ সভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি মন্টু,কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল ইসলাম আলামিন, মিসেস কল্পনা ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,বীরমুক্তিযোদ্ধা মো:মুসলিম মিয়া,এড মাহবুবল আলম খোকন,সদর উপজেলা
আওয়ামীলীগে সাধারন সম্পাদক এ এইচ এম মাহবুব আলম , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম,সাধারন সম্পাদক এড তছলিমা সুলতানা খানম নিশাত সহ অনন্যা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রিমন/সুদীপ