
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বানিয়ার চালা পূর্বপাড়া এলাকায় শুক্রবার সকাল ৮টায় একটি কালভার্টের পাশ থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে একটি কার্টন দেখতে পান এলাকার ছোট বাচ্চারা। তারপর তারা এলাকার লোকজনকে জানান। কার্টনটি সন্দেহ জনক মনে হলে তারা খুলে দেখেন নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে জয়দেবপুর থানায় খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন জানান, বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট নামে একটি কারখানার পশ্চিম পাশে কালভার্টের পাশ থেকে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, বানিয়ারচালা এলাকা থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখন ও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।