শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়নগরে অবহেলিত বিএনপি আখ্যায়িত রাস্তাগুলি মেরামত ও সিসি ঢালাইয়ের দায়িত্ব নিলেন শিহাব উদ্দিন

কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): আওয়ামী শাসকের ১৭বছর একনায়তন্ত্রে দেশ পরিচালনাকালে বৈষম্য শিকার আমাদের বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের নিরীহ জনগণ।

একই উপায়ে ২নং চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী তৃতীয় মেয়াদে চেয়ারম্যান পদে থেকেও দৃশ্যমান কোন উন্নয়নের দেখা মেলেনি।

যখনই কোন চাওয়া পাওয়া নিয়ে জনগণ তার দারস্ত হতো, উত্তরে আসতো এগুলো বিএনপি ক্ষমতায় আসলে করে দেবে, অথবা ওই এলাকার বিএনপি’র সমর্থকদের নাম উল্লেখ করে বলতো, ওকে যাকে বলো কাজ করে দিতে। উনি চেয়ারম্যান পদে থাকাকালেও এলাকায় এমন নজিরও আছে বিএনপিপন্থীদের বাড়ি হইতে স্থাপিত ও অর্ধস্থাপিত পানি পান করার টিউবওয়েল উঠিয়ে নেওয়ার প্রমাণাদি রয়েছে।

এমনিভাবে বৈষম্যের শিকার জনগণ অন্ধকারে প্রদীপের ছোঁয়া দেখল বিজয়নগর উপজেলার পশারচাঁদের শিহাব উদ্দিনের প্রচেষ্টায়। শিহাব উদ্দিন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম এর প্রতিনিধিত্ব করে এলাকার বিভিন্ন ছোটখাটো রাস্তার সিসি ঢালাই ও মেরামত করে জন দুর্ভোগকে লাগাম টোনে জনশ্রুতে পরিণত করেছেন।

এলাকার ভুক্তভোগীরা বলেন, বিগত সরকারের আমলে আমরা যখনই গিয়েছি চেয়ারম্যান সাহেবের কাছে, উনি উত্তরে বলতো বিএনপি ক্ষমতায় আসলে রাস্তাগুলো করে দেবে। এমনিভাবে চান্দুরা ইউনিয়নের জালালপুর হোসেনপুর গ্রামের বিভিন্ন রাস্তার মাত্রাতিরিক্ত বেহাল দশা।

এ বিষয়ে শিহাব উদ্দিন জানান, আমি কোন ক্ষমতা পাওয়ার আশায় এসব কাজ করিনি, আমি জনকল্যাণের মাধ্যমে জনসমর্থন আদায় করতেছি। ভোট মানুষের নাগরিক অধিকার যাকে ভালো মনে হয় তাকে ক্ষমতায় বসাবে। আমি সাতগাঁও গ্রামের মৃধা বাড়ির রাস্তা সহ বিভিন্ন রাস্তা করে দিয়েছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ