কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আমতলী বাজারে, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী (রহ:) এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আমতলী বাজার হাফেজ কারী আব্দুল্লাহ এর প্রতিষ্ঠিত সাওতুল হেরা তাহফিজুল কুরআন মাদ্রাসায় বিকাল ৪টায় হাজী মস্তু মার্কেটে হাফেজ আবুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন হাফেজ কারী শহিদুল ইসলাম, মুফতি এনামুল হক (সুমন), হাফেজ কারী মুবাশ্বির হোসেন, হাফেজ ওমর ফারুক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, ভোরের দর্পণের সাংবাদিক আলমগীর হোসেন ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব ছিলেন। তিনি সারা বাংলাদেশের জন্য সুস্পষ্টবাদী ইসলামী চিন্তাবিদ ছিলেন। দীর্ঘ ২১ মাস ফ্যাসিবাদী আওয়ামী সরকারের কুনজরে নিজ প্রতিষ্ঠান ঢাকায় লালবাগ মাদ্রাসায় গৃহবন্দী অবস্থায় ১২ ডিসেম্বর ২০১২ সালে সুকৌশলে তাকে মেরে ফেলেন।
বক্তারা তার জীবনী আলোচনার পর হাফেজ কারী মোবাশ্বের হোসাইন দোয়া পরিচালনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।