
পাবেল হাসান, সুনামগঞ্জ: বৈষ্ণব কবি রাধারমণ দত্ত’র স্মরণে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার চাঁন্দপুর গ্রামে শিব মন্দির প্রাঙ্গনে ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
লোকসংগীত একাডেমী টুক দিরাই ও দিরাই টুয়েন্টিফোর নিউজের আয়োজনে ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়।
সতীশ চন্দ্র তালুকদারের সভাপতিত্বে সংগীত শিক্ষক শিমুল পাল ও দিপু মনি দাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক, কবি, লেখক ও বাংলাদেশ ধামইল উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন মুছা।
প্রধান আলোচক ছিলেন সাংবাদিক, কবি ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সহ-সভাপতি দ্রুপদ চৌধুরী নূপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের কোষাধ্যক্ষ সুপ্রভা রাণী কর, অগ্নিবীণা সাংস্কৃতিক সমাজ কল্যাণ ও সেবা পরিষদের সভাপতি মুজিবুর রহমান মুজিব, লোক সংগীত একাডেমী টুক দিরাইয়ের সভাপতি রঞ্জিত কুমার দাস (রণ)।
আরো বক্তব্য রাখেন, সচিশ চন্দ্র তালুকদার, নিপা সৌত্রধর, সিজন রায় , দিপু মনি দাশ, শ্রাবন্তী দাশ। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ইতালি প্রবাসী ও দিরাই নিউজ টোয়েন্টিফোরের পরিচালক সঞ্জয় কুমার রায় শিপলু বলেন, রাধারমণ ছিলেন আমাদের গুনীধর বিভিন্ন কালজয়ী গানের মহাজন। তার গান আজও দেশের গণ্ডি পেরিয়ে বর্হিবিশ্বে চলছে। আমাদের মধ্যে রাধারমনের স্মৃতিকে ধরে রাখতে আমরা এ আয়োজন করেছি।