
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে সার ক্রয়, বিক্রয় ও দখলে রাখার অপরাধে তিনজন সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর ও ২নং ঈশানিয়া ইউনিয়নের মহেশাইল বাজারে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
অভিযানে সেতাবগঞ্জ পৌর এলাকার মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মহেশাইল বাজারের ব্যবসায়ী মোঃ ওমর ফারুক বাবুলকে ১০ হাজার টাকা এবং একই এলাকার মোঃ রবিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২ ধারার আওতায় অভিযুক্ত তিন ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান, “চলমান অভিযানে কৃষকদের অভিযোগের ভিত্তিতে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায়, তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।” তিনি আরও জানান, কৃষিখাতে স্বচ্ছতা আনতেই এই অভিযান অব্যাহত থাকবে।