মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন সাহা বলেন, “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে তরমুজ, শসা, মিষ্টি কুমড়া, প্রদর্শনী বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, এ উপকরণ কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করবে এবং পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় বক্তারা আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও সহায়তা প্রদান করে যাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ