
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মারুফ হাসান।
এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু পরিবার নয়, পুরো বোচাগঞ্জ উপজেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের এ সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।