
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রথম ঘটনাটি ঘটে বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের চেংগন গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নরেন্দ্র নাথ রায়ের পুত্র জগদীশ চন্দ্র রায় (৫৫) শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পরিবার ও প্রতিবেশীদের ভাষ্যমতে, অটো চার্জারটি চালু করার সময়ই তিনি বিদ্যুতের স্পর্শে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অন্যদিকে একই উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের লোহাগাঁও গ্রামে ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। আবুল হোসেনের পুত্র মো. মোজাহারুল ইসলাম (১৪) শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একটি আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। দুইটি ঘটনাস্থলেই বোচাগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।











