
আ. মজিদ (দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জে আনুষ্ঠানিক ভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আফছার আলী।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সুব্রত অধিকারীর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. আফছার আলী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রায় ৬৫ পার্সেন্ট ভোটার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ভোটদানের মাধ্যমে আমাকে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। আমার আদর্শ বঙ্গবন্ধ শেখ মুজিব, আমার আদর্শ আব্দুর রৌফ চৌধুরী। আমার মত একজন ক্ষুদ্র মানুষ কিভাবে এত বড় দায়িত্ব পালন করব আমি জানি না। আমি আপনাদের কাছে কিছু চাইনা আমি শুধু আপনাদের কাছে দোয়া এবং আশির্বাদ চাই। আপনারা আমাকে দোয়া এবং আশির্বাদ করবেন। আমি যেন আপনাদের এই সম্মান, ইজ্জ্বত এবং ভালোবাসার মর্যাদা দিতে পারি।
এছাড়াও সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সাবেক মেয়র মো. আব্দুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফছার আলী।