মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত রেখে উন্নয়ন নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “উন্নয়ন যদি হয়, তবে তা ঢাকাকেন্দ্রিক নয়—বাংলাদেশের প্রতিটি জেলায় সমানভাবে হতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস দিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলার চাহিদা পূরণ করলেও নিজেরাই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এমন বৈষম্যমূলক রাষ্ট্র আমরা চাই না।”
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় ইনসাফ ও ন্যায়ের পক্ষে লড়াই করেছে। তারা প্রয়োজনে জীবন দিয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। অথচ এখানকার জনগণ আজও শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত। গ্যাস সরবরাহ হয়েছে ঢাকা, ময়মনসিংহসহ অন্যান্য জেলায়, অথচ উৎসস্থল ব্রাহ্মণবাড়িয়া এখনও গ্যাসের ন্যায্য অধিকার পায়নি।”
তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবাদই হয়তো আওয়ামী লীগের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বারবার আন্দোলনের সূতিকাগার হয়ে ওঠায় এই জেলা সরকারিভাবে অবহেলার শিকার। অথচ এই অঞ্চলটি দেশের গণতান্ত্রিক লড়াইয়ের অন্যতম অগ্রভাগে থেকেছে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
সভা শেষে পদযাত্রার গাড়ি বহর পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ