নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে দেশীয় ফুটবলে বেশ সাড়া জাগিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। প্রতিষ্ঠার পর থেকেই আলোচনায় এই একাডেমি। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় প্রীতি ম্যাচ খেলছে দলটি। এরই ধারাবাহিকতায় আগামীকাল প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আসছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী।
এরই মধ্যে ব্যারিস্টার সুমন সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে তার একাডেমির ফুটবল ম্যাচে লক্ষ্য করা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। যেখানেই সুমন তার ফুটবল একাডেমী নিয়ে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন সেখানেই হামলে পড়ছেন দর্শকরা। ফলে আগামীকালের ম্যাচের নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করছে স্থানীয় পুলিশ প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ফুটবল ম্যাচে অনেক লোকে সমাগম হবে। ম্যাচটি যাতে ভাল ভাবে শেষ হয় সেই আশা করছি। পাশাপাশি মাঠ সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
ব্যারিস্টার জাকির আহাম্মদের আমন্ত্রণে এই প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছেন ক্রীড়া সংগঠক ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঐতিহাসিক ফতেহপুর কমলা কান্ত -গুরুচরণ উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ও ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশ।
প্রীতি ম্যাচের আয়োজক ব্যারিস্টার জাকির আহাম্মদ জানান, আগামী শুক্রবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী’র সাথে আমার ফুটবল টিমের খেলা হবে। সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই, তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
যায়যায়কাল/১৫সেপ্টে/দিপু