মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে লড়বেন সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ। তিনি নবীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, গত ২৩ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ঘোষিত ওই তফসিল অনুযায়ী; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় নবীনগর থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ।

তিনি বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। আমার বিশ্বাস আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আমার কাজের মূল্যায়ন করবেন বলে আশা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে নবীনগরবাসীর সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাআল্লাহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ