
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোসলেম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাস্টার ভিত্তিক সমবায় সমিতির চিত্ত রঞ্জন দাস, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট উন্নয়ন সোসাইটি বোরহান উদ্দিন, উৎপাদনকারী মাঝিটারি নারী সমিতির শিরিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালেদ হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মনোয়ার হোসেন।












