রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে শূন্য রেখায় বিএসএফ এর সিসি ক্যামেরা স্থাপন, এলাকায় উত্তেজনা 

নুরুল আমিন ভুরুঙ্গামারী ( কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সীমান্ত সংলগ্ন শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী সীমান্তে। নো ম্যানস লান্ড শূন্য রেখায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর সিসি ক্যামেরা স্থাপন করা কে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।  এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ও স্থানীয় বসবাসকারীদের সাথে কথা বলে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর সাব পিলার ৯ এর পাশে শূন্য রেখায় একটি ইউক্লিপটাস গাছে রবিবার গভীর রাতে বাংলাদেশে বসবাসকারীদের অজান্তে বাংলাদেশের দিকে তাক করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ ছোট গাড়ল জোড়া ক্যাম্পের সদস্যরা।
পরে সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি বিএসএফ কে ডেকে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে বিকাল ৫ টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ সিসি ক্যামেরা অপসারণ করেনি । এ নিয়ে বিজিবি –বিএসএফের একাধিক আলোচনা হলেও বিএসএফ ক্যামেরা খুলে নিয়ে যায়নি বলে একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা শামীম, শাহাদাত, ও আব্দুল কালাম জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২শ বছরের পুরাতন আলোচিত দুই দেশের এক মসজিদটি পুনঃ: নির্মাণ চলছে।
 এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধাঁরে সিসি ক্যামেরা স্থাপন করেছে।  যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে। এই সিসি ক্যামেরা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং হতাশায় আছি।
দক্ষিণ বাঁজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন জানান, আমাদের এই মসজিদটিতে ভারত–বাংলাদেশের মানুষ এক সঙ্গে নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষ গন স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসাথে একি মসজিদে নামাজ পড়ি।
মসজিদটি পুরাতন হয়ে গেলে নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এতে বিএসএফ বাঁধা দেয়।
বিএসএফ এর বাঁধার কারনে দুই বছর থেকে মসজিদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তার হুমকিতে আছি । বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও বিএসএফ তাতে সারা দেয়নি ।
কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে: কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে।তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *