
সৌদি আরব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করে বাংলাদেশ আওয়ামী লীগ মদিনা শাখা।
২৭ আগস্ট সৌদি আরব মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে জহিরুল ইসলামের সভাপতিত্বে ও আনিছুর রহমান পলাশের পরিচালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মদিনা আওয়ামী লীগের সভাপতি লায়ন রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এম ওয়াই আলাউদ্দিন, আবদুল হান্নান মোসাফির, নাছির উদ্দীন নুরী, ইমরান চৌধুরী, মুজিবুর রহমানসহ প্রমূখ।