মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মব কালচার বর্তমানে দেশে ভয়াবহ আতঙ্ক: রিজভী

মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “মব কালচার” বর্তমানে দেশে ভয়াবহ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া আইনের পরিপন্থী। অথচ পাঁচ আগস্টের পর থেকে এ ধরনের উশৃঙ্খলতা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

বুধবার মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “যদি কেউ অপরাধ করে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। কিন্তু গণপিটুনি দিয়ে কাউকে হত্যা করা অমানবিক ও বেআইনি। এর বিরুদ্ধে প্রশাসনের শক্ত পদক্ষেপ প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, সরকারে থাকা একটি বিশেষ মহল ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তিন বছর’, ‘পাঁচ বছর’ ক্ষমতায় থাকার প্রচারণা চলছে পরিকল্পিতভাবে, যা গণতন্ত্রের পরিপন্থী।

নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গে রিজভী বলেন, “সংবিধানে কমিশনারদের নিরপেক্ষতা নিশ্চিত করার মতো বিধান রাখা প্রয়োজন। কেবল আইন করলেই হবে না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মানসিক প্রস্তুতিও জরুরি।”

সদস্য সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এক কোটি নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়েছে।

তিনি জানান, শিক্ষক, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, রিকশাচালকসহ সমাজের সৎ ও পরিশ্রমী মানুষরাই হবেন দলের আসল শক্তি। তবে দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্যপদ দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম. নাসের রহমান ও সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

অনুষ্ঠানে এম. নাসের রহমান, ফয়জুল করিম ময়ূন, আব্দুর রহিম রিপন, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত ও মিজানুর রহমান মিজান আনুষ্ঠানিকভাবে সদস্যপদ নবায়ন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ