শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাতৃজগত পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পেলেন মোজাম্মেল হোসেন বাবু

পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ প্রতিবেদক: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেন বাবু। তিনি এর আগে পত্রিকাটির মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

গত মঙ্গলবার দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্পাদক খান সেলিম রহমান নবনিযুক্ত নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবুর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় পত্রিকার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর মোজাম্মেল হোসেন বাবু বলেন”সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। মাতৃজগত পত্রিকার দীর্ঘদিনের সুনাম রক্ষা করতে আমি সততা, পেশাদারিত্ব ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে অবদান রাখতে চাই। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতা। আমি সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সমাজের অসংগতি, দুর্নীতি, সুশাসনের অভাব ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে মাতৃজগত পত্রিকা তার অগ্রণী ভূমিকা পালন করবে।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখার জন্য পত্রিকাটি ইতোমধ্যে জনগণের আস্থার জায়গা তৈরি করেছে।

সম্পাদক খান সেলিম রহমান বলেন,“মাতৃজগত পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, মোজাম্মেল হোসেন বাবুর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে পত্রিকাটি আরও শক্তিশালী হবে এবং সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।”

মোজাম্মেল হোসেন বাবু একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে গণমাধ্যমের ভূমিকা বাড়ানোর জন্য নিয়মিত কাজ করে আসছেন।

নবনিযুক্ত নির্বাহী সম্পাদক আশা প্রকাশ করেন যে, মাতৃজগত পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নকে ত্বরান্বিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি বলেন,”গণমাধ্যম শুধু সংবাদ প্রচার করে না, এটি সমাজের দর্পণ। সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তাই আমি আশা করি, মাতৃজগত পত্রিকা সত্য প্রকাশে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং জনগণের আস্থা ধরে রাখবে।”

তিনি সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মাতৃজগত পত্রিকার নতুন নির্বাহী সম্পাদক হিসেবে মোজাম্মেল হোসেন বাবুর দায়িত্ব গ্রহণের মাধ্যমে পত্রিকাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে পত্রিকাটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‌

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ