শনিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মানবতা ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা সম্পন্ন

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা সম্পন্ন করা হয়েছে।
সোমবার মিরসরাই উপজেলার ডাকঘর,দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় মানবতা ফাউন্ডেশন এর উদ্যোগে ও কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জুঁই ডেন্টাল কেয়ার সার্বিক সহযোগীতায় দুপুর ২:৩০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৩’জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৩ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা সম্পন্ন করা হয়েছে।
এতে দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আশপাশের সাধারণ  গ্রামবাসীর ৩০০ জনের অধীক রোগীর প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষার যেমন : মেডিসিন ও শিশুরোগের অভিজ্ঞ ডা:মো:মীর কাশেম মজুমদার, গাইনী ও স্ত্রী রোগের অভিজ্ঞ ডা: প্রমি আফরিন সুইটি, ডেন্টার বিশেষজ্ঞ ডেন্টিস্ট জিয়াউর রহমান রোগী দেখেন।
মানবতা ফাউন্ডেশন’র সভাপতি মোঃ রনি খাঁন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা’র উদ্বোধন করেন।     মো: রানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- মানবতা ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক সোলেমান বিন জুহান,মানবতা ফাউন্ডেশন এর সদস্য মো: আজিজ, মানবতা ফাউন্ডেশন এর সদস্য মো: শাকিল, মানবতা ফাউন্ডেশন এর সদস্য মো: রাকিবসহ মানবতা ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রমূখ।
মানবতা ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা সেবা নেওয়া রাশেদা আক্তার জানায়- এই ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করে আমরা মানবতা ফাউন্ডেশন কে অসংখ্য ধন্যবাদ জানায় এবং বর্তমান সময়ে এই ধরনের উদ্যোগ সচরাচর দেখা যায় না।তারা বলেন এই ধরনের কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন ফ্রি চিকিৎসা সেবা নেওয়া গ্রহীতারা। তারা আরো জানান- মানবতা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে।
 দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় আয়োজিত এই চিকিৎসা সেবা প্রায় ৩০০ জনের অধীক রোগীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।  সংগঠনের প্রতিষ্ঠাতা,এবং সভাপতি – মো :রনি খাঁন বলেন, মানুষের কল্যাণে মানবতা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
মানবতা ফাউন্ডেশনের কার্যক্রম ইতোমধ্যে লোকজনের মধ্যে প্রশংসিত হয়েছে এবং যা স্থানীয় পর্যায়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। উল্লেখ্য যে, গতবছর মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী বন্যার্তদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রিক থেকে শুরু করে ওষুধ সামগ্রি প্রদান করা হয়। শীতকালীন সময়ে কর্মজীবি, দিনমজুর, অসহায় ও হতদরিদ্রসহ সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুল সামগ্রিক বিতরণ সবই মানবতা ফাউন্ডেশনের মানবহিতৈষী কার্যক্রমের অংশ।
এছাড়াও, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ নানা সামাজিক সহায়তা কার্যক্রম ফাউন্ডেশনটি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ