নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল।
মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাপনী দিনে একাডেমির বটতলার বাউলকুঞ্জে ৩১ আগস্ট সন্ধ্যা ৬. ৩০ টায় সাধুমেলা অনুষ্ঠিত হবে। ‘বাউল কন্ঠে বঙ্গবন্ধু’ শিরোনামে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫২তম আসর বসবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সাধুমেলায় উপস্থিত থাকবেন পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লালন গবেষক সৈয়দ জাহিদ। সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে ওমর আলীর কন্ঠে পরিবেশিত হবে-‘আর কি আমার সাধু দর্শন হবে’; শিফা বাউলের কন্ঠে ‘গুরু সুভাব দাও আমার মনে’; ক্ষ্যাপা মিরাজ বাউল পরিবেশন করবেন ‘মিছে মায়ায় মুছে মন কি করব’। এরপর ফারুক বাউলের কন্ঠে ‘জাগো হে দামাল জাগো হে বাঙাল দিয়েছে মুজিব ডাক’ এবং বাউল মিনা পাগলি পরিবেশন করবেন ‘কি আঘাত করিয়াছিলো সেদিন শেখ মুজিবের গায়’। বাউল আলমিনা নিতু পরিবেশন করবেন ‘ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবিনা’।
বাউল ফারজানা ইভা পরিবেশন করবেন ‘তিন পোড়াতে খাঁটি হলে না’; বাউল এম আর মানিক ‘শেখ মুজিবুর শুভ সুখবর তুমি দিলে জয় বাংলার ধনী তুলিয়া’; বাউল আফসানা ইমুর কন্ঠে, ‘কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে’ এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার এর কন্ঠে পরিবেশিত হবে ‘লন্ঠনে রুপের বাতি জ্বলছেরে সদাই’। এছাড়াও জেলা ও বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করবেন।
জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করবেন। জামাল উদ্দিন টুনটুন ফকির (কুষ্টিয়া), নিজাম উদ্দিন লালনি (ফরিদপুর), লতিফ শাহ (চুয়াডাঙ্গা), সমির বাউল (মাগুরা), লাবিক কামাল গৌরব (ঢাকা) এবং অনিমা মুক্তি গোমেজের পরিবেশনা থাকবে।
এছাড়াও পরিবেশিত হবে দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করবেন আয়নাল হক বাউল, বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ, বাউল লিনা খাতুন, বাউল গরিব মুক্তার, করিম বাউল, পিউ বাউল, শাহীন বাউল, কৃষ্ণ বাউল, বাউল মেহেবুব সুফিয়ান, মিতুল বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, উপমা বাউল, জাহিদ বাউল, বাউল শাহেদ আলী, বাউল মানিক দেওয়ান, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, সজিব বাউল, পলি বাউল, সুবর্ণা বাউল, ফারুক বাউল, তৃপ্তি বাউল, সেলিম বাউল, বাউল রিতা মন্ডল, তানিয়া বাউল, টিটু বাউল, বাউল এবং অনন্যা চৌধুরী প্রমুখ।
মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপন ও বাউলকুঞ্জে সাধুমেলার ৫২তম আসর
- যায়যায়কাল
- আগস্ট ৩০, ২০২৩
- ৮:২৭ অপরাহ্ণ
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram