
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ মানে শুধু মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমান নয়। মুজিববাদ মানে ফ্যাসিবাদ, গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি। গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট, পাচার করে মাফিয়াতন্ত্রের রাজনীতি। মুজিববাদ মানে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার, সংখ্যালগুদের ভূমি, সম্পদ দখলের রাজনীতি। মুজিববাদ মানে বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে আপস করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিববাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদায় করেছি, আর মাথা তুলে দাঁড়াতে দেব না।
শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কুলসিত করেছে। বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। আমরা বাংলাদেশকে আর নতুন করে বিভাজন হতে দেবো না। বর্তমানে বাংলাদেশের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা সংস্কারের মাধ্যমে রক্ষা করতে হবে।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ শতাধিক নেতৃবৃন্দ ছিলেন।