মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে তিনটায় মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে নিলফামারী জেলা দল বনাম টাঙ্গাইল জেলা দল অংশ নেয়। পরে ২-০ গোলে নিলফামারী জেলা দল টাঙ্গাইল জেলা দলকে পরাজিত করে।
মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তারের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম তালুকদার মামুন, সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ বেগম, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, সোনালী অতিত ফুটবল ক্লাব বগুড়ার সভাপতি আবু সালাত আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ফটু, হরিপুর চলনাকাথী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক।
এসময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান, সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম মাস্টার, ওয়াসিম আকন্দ, মিনহাজ আলী, হারুন অর রশিদ লিটন, সাবিত হোসেন, রায়হান আলী, কনক দেব, শফিউল আলম ডিউ, তৌহিদ মন্ডল, রুহুল আমিন উপস্থিত ছিলেন।
খেলাটি উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।